26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের মৃত্যু

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ১২টা ১৭ মিনিটে সৌদিয়া হোটেলে আগুন লাগলে হতাহতের এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শাহজাদপুরের ভাটারে ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। তাদের চেষ্টায় ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্র আরও জানায়, চারজনের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। এর মধ্যে একটি বাথরুমের ভেতরে, আর তিনটি সিঁড়ির গোড়ায়।

ওই সময় সিঁড়ির দরজা তালা মারা ছিল বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

পড়ুন : আতঙ্কের নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন