২০/০৬/২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ

শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার বরিশালের আ.লীগ নেতা সানা

যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠতে গিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে বানারীপাড়া থানা পুলিশের হাতে তুলে দেয়া দেন।

বরিশাল বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, চাখার এলাকার এক বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় মাওলাদ হোসেন সানাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটকের খবরে, বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সানার ফাঁসির দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে, সানার অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

পড়ুন : ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন