মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা তাদের চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে তারা ফার্মগেট এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করেন।
তাদের প্রধান দাবিগুলো হলো: ম্যাটস ডিপ্লোমাধারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রদান। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসিএমও) শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে হবে ও কমিউনিটি ক্লিনিক, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ম্যাটস ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে এবং চার বছরের একাডেমিক কোর্স অব্যাহত রাখার পাশাপাশি পূর্বের মতো এক বছরের ভাতা সহ ইন্টার্নশিপ চালু করতে হবে, এবং কোর্স কারিকুলামে সংশোধনী আনা জরুরি।
শিক্ষার্থীরা জানান, গত ২২ জানুয়ারি তারা একই দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছিলেন। তবে, তাদের দাবি পূরণ না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন তারা। কিন্তু ৭ দিন পার হলেও তার দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি।
তিনি আরো বলেন, যেহেতু মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি সেহেতু আমরা এ কর্মসূচি নিয়েছি। আজকের এই মুভমেন্টের সব দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে।
পড়ুন:শাহবাগে ৭ ঘণ্টা অবস্থানের পর ফিরে গেলেন শহীদ পরিবারের সদস্যরা
দেখুন:ঢাকায় যে দুর্ধর্ষ ব্যাংক লুট নিয়ে হয়েছিল তোলপাড় |
ইম/