জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে এক বিশাল গণজমায়েতের ডাক দিয়েছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার রাতে এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘দেশের প্রত্যেকটি পয়েন্টে যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ব্লক করা হয়েছিল, সেসব পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে। আমাদের তিন দফা দাবি হচ্ছে— আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।’
এনসিপির নেতারা এসময় তাদের চলমান আন্দোলনের প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা সরকারের আর কোনো গড়িমসি সহ্য করতে চাই না। দিনের পর দিন যদি শাহবাগে থাকতে হয়, তাহলে আমরা এখানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।’
এছাড়া, ফেসবুকে একটি পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যত দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, তত দ্রুত সমগ্র বাংলাদেশ ঢাকা শহরে আবারও মার্চ করবে।’ তিনি আরও বলেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে, এবং দলমত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে আওয়ামী লীগ এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই আন্দোলন চালিয়ে যাব।’
এনসিপির নেতারা সরকারের প্রতি তাদের কঠোর অবস্থান আরও সুস্পষ্ট করেছেন। গত ৮ মে রাতে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল, যা পরবর্তীতে শুক্রবার সকালে শাহবাগে ব্লকেডের মাধ্যমে নতুন এক আন্দোলনের রূপ নেয়। ৯ মে রাতে শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়, এবং পরবর্তীতে গণজমায়েতের মাধ্যমে তাদের দাবি তোলা হয়।
এছাড়া, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে বিচার করতে হবে।
এদিকে, শাহবাগে প্রায় ৪টা ৪০ মিনিটে বিশাল এক জনগণ অংশ নেয়, যাদের মধ্যে ছাত্র-জনতাও ছিল। তারা একযোগে শাহবাগের মূল সড়কে বসে প্রতিবাদ জানায়। এতে শহরের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
পড়ুন: আ.লীগ নিষিদ্ধসহ চার দফা দাবিতে শাহবাগে শহীদি সমাবেশ
দেখুন: শাহবাগে ফের ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান |
ইম/