18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

শাহরুখের স্ত্রী বিয়ের ৩৩ বছর পর কী ধর্ম বদলালেন?

শাহরুখ খান ও গৌরী খানের ৩৩ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁদের সম্পর্কের মধ্যে কখনোই ধর্ম বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি, তা বহু সাক্ষাতকারে জানিয়েছেন এ অভিনেতা। তাঁদের সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা এবং পারস্পরিক সম্মান। গৌরী শাহরুখকে বিয়ে করে কখন ধর্ম পরিবর্তন করেননি। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন এই দম্পতি। সেই সময় তিনি ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি তিনি। এমনকি নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন।

ক্যারিয়ারের শুরু দিকেই বিয়ে করেন তারা। কলেজ জীবন থেকে তাদের প্রেম। দুজন ভিন্ন ধর্ম এই বিষয়টা ছাড়াও নানা ধরনের বাধা এসেছে প্রেমের পথে। কিন্তু সে সব তোয়াক্কা না করেই বিয়ে করেছিলেন তারা। সংসারে নিজেদের ধর্মও বজায় রেখেছেন তারা। কেউই নিজেদের ধর্ম পরিবর্তন করেননি।

এদিকে তাদের সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ।

সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।

বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই।

পড়ুন: আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

দেখুন: শাহরুখের সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন