শিক্ষক না কি আমলারা শ্রেষ্ঠ, তা নিয়ে বিতর্কে যাবে না সরকার। বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেনশন ব্যবস্থা নিয়ে আন্দোলন ইস্যুতে, সমাধানের ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি গড়িয়েছে অষ্টম দিনে।
শিক্ষক-শিক্ষার্থীদের কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা ক্যাম্পাস। অথচ ক্লাসে ঝুলছে তালা। হচ্ছে না পরীক্ষা। একাডেমিক কার্যক্রমও বন্ধ।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। এতে শিক্ষার্থীরা পড়েছেন ক্ষতির মুখে।
শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এটা স্বীকার করছেন শিক্ষকরাও। তবে, নিজেদের আন্দোলনকে তারা দেখছেন, মর্যাদা রক্ষার লড়াই হিসেবে।
শিক্ষকদের আন্দোলনের অষ্টম দিনে এসে, সরকারের তরফ থেকে এসেছে সমাধানের ইঙ্গিত। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে, এ বিষয়ে কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। তিনি জানান, সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে।
গত বুধবার খবর আসে, আন্দোলরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু, বৈঠকটি স্থগিত করা হয়। কবে নাগাদ দুপক্ষের আলোচনা হবে, তার দিনক্ষণ এখনো অজানা।