17 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ওবায়দুল কাদের

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে আলোচনায় বসার আমন্ত্রণ পেলেও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন, আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

প্রত্যয় স্কিম বাতিলসহ তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো চলছে শিক্ষকদের কর্মবিরতি। গত দুদিনের মতো আজও বিশ্ববিদ্যালয়ের সব ধরণের কার্যক্রম বন্ধ রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সর্বাত্মক কর্মবিরতির অংশ হিসেবে সকালে কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকেরা। এ সময় সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানানো হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব জানান, আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এদিকে, আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

অভিন্ন দাবিতে সারা দেশের মোট ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন