23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

শিক্ষাব্যবস্থার গুণগত সংস্কারে মনোযোগ দেয়ার তাগিদ

গত কয়েক মাসে নানা  ক্ষেত্রে সংস্কার শুরু হলেও বিশেষ বদল আসেনি শিক্ষাক্ষেত্রে। কেবল পাঠ্যক্রমের রাজনৈতিক দিকগুলোতেই বদল আনার কথা চলছে।  শিক্ষা পদ্ধতি বা গুণগত পরিবর্তনে জোর দেওয়া হচ্ছে না।  এসব দিকে সরকারের মনোযোগ দেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞারা।

ছাত্রজনতাই ছিলো স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রাণ। অথচ সেই শিক্ষাখাতেই বলার মতো কোনো বদল আনেনি আন্তর্বর্তী সরকার।

বারবার  নানা ছোটখাটো বিষয় নিয়ে মাঠে নামছেন শিক্ষার্থীরা- কখনও আটোপাশ, কারো পদত্যাগ কিংবা কখনো কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। শিক্ষা ব্যাবস্থার গুনগত পরিবর্তন আনার বিষয়ে কারও কোনো কথা নেই।

সরকারের উদ্যোগে পাঠ্যক্রমে কিছু বদল এসেছে- পুরনো পাঠ্যক্রমে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেখানেও নতুন কিছু  করার তাগিদ দেখা যাচ্ছে না।

বদল যা এসেছে সবই পাঠ্যবইয়ের লেখা রাজনৈতিক ইতিহাস বদল সংক্রান্ত। শিক্ষাব্যাবস্থার সংস্কার, শিক্ষককের মান উন্নয়ন, গবেষণা বা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষার প্রবর্তনের উদ্যোগ নেই। তাই পদ্ধতিগত পরিবর্তনের  তাগিদ দিচ্ছেন বিশেষোজ্ঞরা।

শিক্ষার পরিমাণগত নয় বরং গুণগত বিকাশকে প্রাধান্য দিয়ে কাজ করা উচিত বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা।

অর্ন্তবর্তী সরকার  উদ্বেগ কাটিয়ে দ্রুতই শিক্ষাখাত সংস্কারে নজর দিবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।

টিএ/

পড়ুন: সংস্কারের আগে নির্বাচন কমিশন, প্রশ্ন থেকে গেল

দেখুন: নৌকার আমলেই লুটপাট হয়েছে কোটি কোটি টাকার নৌযান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন