বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য, ক্ষমা প্রার্থনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
গতকাল শনিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের দাবি উপস্থাপন ও আলোচনা সভায় উপাচার্য ক্ষমা প্রার্থনা করেন। প্রক্টর আবদুল কাইয়ুমও আন্দোলনের সময় তার কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
উপাচার্য বদরুজ্জামান ভূইঞা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আর বিরোধীদের দমনে রাজনৈতিক প্রশ্রয়ে নানা অপকর্ম করার অভিযোগ আছে প্রক্টর কাইয়ুমের বিরুদ্ধে।