সারাদেশে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচী পালন করছে কোটা আন্দোলনকারীরা। বিভিন্ন স্থানে কলেজ-বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আজও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে এই মহাসড়কে দুই পাশে কয়েক ঘণ্টা যানজট লেগে থাকে। অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দিনাজপুরে কোটা আন্দোলনের বাংলা ব্লকেডের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
চট্টগ্রামেও সড়ক ও রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের বাধা ভেঙে সড়কে নেমে আসেন তারা। যানজটে বিভিন্ন স্পটে ভোগান্তিতে বেড়েছে নগরবাসীর।
কুমিল্লায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এই অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়।
এছাড়াও সারাদেশে বিভিন্ন শিক্ষাঙ্গণে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।