কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে, মাস্টার্স পরীক্ষায় ৯০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে কারিগরি ত্রুটি বললেও, শিক্ষার্থীরা দায় দিচ্ছেন শিক্ষকদের অবহেলাকে।
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজের, রসায়ন বিভাগের ৯০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কথা বলছে। তবে শিক্ষার্থীরা এটিকে চরম দায়িত্বহীনতা বলে ক্ষোভ জানিয়েছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হয় ২৭ জানুয়ারি। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় এপ্রিলের মাঝামাঝি। ৪ জুন ফল প্রকাশের পর দেখা যায়, কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সব শিক্ষার্থী অকৃতকার্য। শিক্ষার্থীরা এটিকে শিক্ষকদের দায়িত্বহীনতা বলে দাবি করছে।
সার্ভার ডাউনের কারণে, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফল জমা না হওয়ায় ফলাফল বিপর্যয় হয়েছে বলে জানান বিভাগীয় প্রধান।
ঘটনাটি দুঃখজনক জানিয়ে বিষয়টি দ্রতই নিস্পত্তির আশ্বাসের পাশাপাশি, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান অধ্যক্ষ।
বিষয়টি দ্রতই নিস্পত্তি ও দায়িত্বে অবহেলা কারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।
এনএ/