১৫/০৭/২০২৫, ৯:১৩ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:১৩ পূর্বাহ্ণ

শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত : গয়েশ্বর চন্দ্র

জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘শিক্ষা আর স্বাস্থ্য (বিভাগ) দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারও কোনও ঠাঁই নাই… কোনও ঠাঁই নাই।”

শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই’ হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘নির্বাচন করতে হবে… নির্বাচন আটকানোর শক্তি কারও হাতে নাই যদি আমরা নামি। যারা বলে, ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই। তাদেরকে বলবো, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি… আমরা দেখাবো না।”

‘‘একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে— এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘‘শিক্ষা আর স্বাস্থ্য (বিভাগ) দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারও কোনও ঠাঁই নাই… কোনও ঠাঁই নাই। মাঝে মধ্যে অনেকে বলে, ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল।”

‘‘যারা নির্বাচন চাই না, সংস্কার সংস্কার করে (নির্বাচন) — এটা-সেটা … এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে, কিন্তু খবর রাখে না। এই পরাগ মন্ডলরে যে অপহরণ করলো আপনারা জানেন সবাই তার নাম… সে এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কী জিনিস আপনারা একটু চিনে রাখেন।”

মাদক ও অস্ত্র মুক্ত কেরানীগঞ্জ গড়ে তুলতে ‘উন্নয়নের একটি বৃহৎ পরিকল্পনা’ প্রণয়ন করার কথাও জানান গয়েশ্বর।

কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচনে’র দাবিতে এই সমাবেশ হয়।

কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে এই সমাবেশ অংশ নেয়।

বক্তারা আগামী ঢাকা-৩ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।

পড়ুন : ফ্যাসিবাদ গেছে, কিন্তু গণতন্ত্র এখনো অধরা: গয়েশ্বর চন্দ্র রায়

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন