বোচাগঞ্জ উপজেলার বাড়েয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা বেগম ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় তার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে বোচাগঞ্জ শিক্ষক-কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। ৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শিক্ষিকা সাহানা বেগমের সূর্যপুরস্থ বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ।
এসময় বোচাগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণঐক্য পরিষদের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলী শিক্ষক নেতা মমিনুল ইসলাম, বজলুদ রশিদ, পাপ্পু, সুসেন চন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বোছাগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার হাতে ৬৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।
পড়ুন : দিনাজপুরে লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠিত

