16 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫

শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যাচেষ্টায় অমিত শাহের হাত আছে: কানাডা

কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যাচেষ্টা চালানোর পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত আছে বলে অভিযোগ করেছে কানাডিয়ান সরকার।

আজ বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার ষড়যন্ত্রের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন বলে কানাডিয়ান সরকার মঙ্গলবার অভিযোগ করেছে। যদিও ভারত সরকার কানাডার ইতোপূর্বের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং এমন কোনো ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের পেছনে অমিত শাহ রয়েছেন বলে কানাডিয়ান কর্মকর্তারা যে অভিযোগ করেছেন সে বিষয়টি প্রথম রিপোর্ট করে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

গতকাল কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন দেশটির একটি সংসদীয় প্যানেলকে বলেছেন, ‘তিনি মার্কিনভিত্তিক এই সংবাদপত্রকে জানিয়েছেন- কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করার এই চক্রান্তের পেছনে অমিত শাহ রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিক আমাকে ফোন করেছিলেন এবং জিজ্ঞাসা করেন- তিনি (অমিত শাহ) সেই ব্যক্তি কিনা। আমি নিশ্চিত করেছি- তিনিই (অমিত শাহ) সেই ব্যক্তি।’

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন