মাগুরায় নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে এসে আছিয়া নামের ৮ বছরের শিশু কন্যা ধর্ষণের ঘটনায় শিশুটির দুলাভাই মো: সজীব শেখ (১৮) ও তার বাবা মো: হিটু শেখ (৪২)কে আজ শুক্রবার (৭ মার্চ) ভোরে আটক করেছে মাগুরা জেলা পুলিশ।
বৃহস্পতিবার রাতে বোনের বাড়িতে বেড়াতে এসে এই ধর্ষণের শিকার হয় সে। শিশুটি তৃতীয় শ্রেনির ছাত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার মাগুরার শ্রীপুর থেকে মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে আছিয়া। বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে অসুস্থ ও বেহুশ অবস্থায় দেখে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে বাড়ির লোকেরা। পরে অবস্থার উন্নতি না হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও কোনো পরিবর্তন না হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভতি করা হয়। শিশুটির অবস্থা এখনও আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, শিশু ধর্ষণের ঘটনায় আজ শিশুটির বোনের স্বামী সজিব শেখ ও গতকালই বোনের শশুর হিটু শেখকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এনএ/