29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

ঝিনাইদহে এক শিশুকে ধর্ষণের ঘটনায় তরুণ গ্রেপ্তার

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিমের পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করে রেখেছিল।

এ ঘটনায় আজ সোমবার বিকালে ইমরান হোসেন (১৫) নামে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ঘটনায় সোমবার সকালে ভিকটিমের মা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন হরিণাকুন্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে রাজমিস্ত্রী ইমরান হোসেন। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু, শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।

ওসি জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএ/

দেখুন: শিশু আছিয়ার সবশেষ অবস্থা জানালেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন