মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার সকালে শহরের পায়রা চত্বরে সামাজিক ঐক্যজোটের ব্যানারে এ কর্মসুচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সামাজিক ঐক্যজোটের সভাপতি গাউস গোর্কি, সাধারণ সম্পাদক ফিরোজ আনোয়ার মাসুম, সাবেক অধ্যক্ষ ড.বিএম রেজাউল করিম, সুশেন্দু ভৌমিকসহ অন্যান্যরা।

মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, সারাদেশেই যেন ধর্ষকে ছেয়ে গেছে। নারী ও শিশুরা আজ ঘরে-বাহিরে কোথাও নিরাপদ নয়।
দেশব্যাপী ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরো দাবি করে ধর্ষণ এবং নারী প্রতি সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এমন লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য দ্রুত সময়ের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের চান। একই সঙ্গে দেশজুড়ে সহিংসতা বন্ধে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান বক্তারা।
পড়ুন : নারী ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে উত্তাল নোয়াখালী
দেখুন : জ্বীনের দল ছিনিয়ে নিয়েছে গর্ভে থাকা সন্তান, দাবি মায়ের!
ইম/