28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

পঞ্চগড়ে কমেনি শীতের দুর্ভোগ, বেড়েছে তাপমাত্রা

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে এখনও কমেনি শীতের প্রকোপ। পঞ্চগড়ে হার কাঁপানো শীতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানিয়েছে, গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা পথঘাট।

শীতের এই প্রভাব সবচেয়ে বেশি পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের ওপর। অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতবস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে লেপ কম্বল ও সোয়েটারের দামও বেড়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে কেটে গিয়ে তাপমাত্রা বাড়লেও শীতের প্রকোপ এখনো কাটেনি। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের উদ্যেগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতার্তদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

পঞ্চগড়ের শীত শুধুই কষ্টের বার্তা নয়, এটি প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের সাক্ষী। তবে শীতার্ত মানুষের কষ্ট দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এনএ/

আরও পড়ুন: এবছর শীতের সাথে ভাঙ্গবে গরমের সব রেকর্ড

দেখুন: চা চাষ বদলে দিয়েছে উত্তর জনপদের অর্থনীতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন