27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

সবচেয়ে বেশি শীত ঢাকায়, কারণ জানাল আবহাওয়া অফিস

আজ রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমার কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

ওমর ফারুক বলেন, সারা দেশের মধ্যে ঢাকা এবং এর আশপাশে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। আজকে সারা দেশের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি শীত ঢাকায়। এরপরই আরিচায় দ্বিতীয় সর্বোচ্চ শীত অনুভূত হচ্ছে।

ঢাকায় বেড়েছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

তিনি আরও জানান, বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি ও সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দুই তাপমাত্রার ব্যবধান মাত্র ২.২ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে শীত বেশি অনুভূত হচ্ছে। দুই তাপমাত্রার ব্যবধান যত কমবে ততই বেশি শীত অনুভূত হবে। অন্যদিকে আরিচাতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ২.৩ ডিগ্রি সেলসিয়াস। এমন ব্যবধান কমার কারণে ঢাকা ও আরিচাতে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আগামী পাঁচদিনের মধ্যে দেশের উত্তরাংশে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এনএ/

আরও পড়ুন: ঢাকায় বেড়েছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

দেখুন: হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন বাস-গাড়ির চেয়েও কম ভাড়ায়!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন