কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজের জোড়া গোলে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামা আর্জেন্টিনা, একক আধিপত্য দেখিয়েছে।
শুরুতেই বল দখলে এগিয়ে থেকে পেরুর ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ২১ মিনিটে প্রথম সুযোগ পায় পেরু। কার্লোস জামব্রানোর হেড বাইরে দিয়ে চলে যায়৷
২৭ মিনিটে দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। পারেদেসের দূরপাল্লার ফ্রি-কিক দারুণভাবে তালুবন্দি করেন পেরু গোলরক্ষক গালেসে।
৪১ মিনিটে ডি মারিয়া বাঁ-পায়ের শট নিলে সেটি রুখে দেন গালেসে। পুরো ৪৫ মিনিটে আর্জেন্টিনা ৭৯ শতাংশ বল নিজেদের দখলে নিয়েও গোল পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা। ৪৭তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ডিফেন্স চেরা পাস থেকে গোল করেন মার্টিনেজ। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি নষ্ট করেন পারেদেস। ৮৬ মিনিটে দলের দ্বিতীয় গোলের দেখা পান মার্টিনেজ। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।