১৩/০৬/২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি

ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১০ মে) তিনি এ বৈঠক করেন বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভারতের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর দফতর বৈঠকটির বিস্তারিত জানায়নি। তবে ভারতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানোর পরই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সংঘাত সম্পর্কিত বিষয়েই ওই বৈঠকে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা নতুন করে শুরু হয়। ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে।

এর পর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় ১২ রাত ধরে গোলাগুলি হয়। এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে। তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় হামলা চালায়। তারা এই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’।

ভারতের এই ‌‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ হিসেবে শুক্রবার রাত থেকে অপারেশন ‘বুনইয়ানুম মারসুস’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভারতের বিরুদ্ধে একটি সাইবার হামলা চালিয়ে শাসক দল বিজেপিসহ শীর্ষস্থানীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে এসব দাবি এখনও যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পড়ুন : ভারতের ভাটিন্ডা বিমানঘাঁটিতে পাকিস্তানের হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন