চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী এখন মরুভূমির মতো ধু ধু বালুচর। উত্তরাঞ্চলের লাইফ লাইনখ্যাত নদীটির কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। এদিকে, মহানন্দার বুকে চলছে চাষাবাদ। বর্ষায় মাস তিনেকের জন্য পানি থাকলেও, বছরের নয় মাসজুড়েই তলানিতে থাকছে পদ্মা নদীর পানি।
নদীতে ঘোলা আর স্বচ্ছ পানির মায়াবি দৃশ্য আর নেই। তলদেশ ভরাট হয়ে বালুচরের সৃষ্টি হয়েছে। মহানন্দা নদীর অস্তিত্বও বিলীন হতে চলেছে। নেই পাগলা নদীর আগের পাগলামীও। পূর্ণভবা নদীরও একই চিত্র। এসব নদীতে বর্ষার সময় কিছুটা পানি থাকলেও, বছরের বেশিরভাগ সময়ই থাকছে শুকনো। যার বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতে। হারিয়ে গেছে অর্ধশতর বেশি প্রজাতির মাছ। নৌকা চলার পরিবর্তে নদীর বুকে হচ্ছে চাষাবাদ। এবারো পদ্মায় মাস তিনেক বেশ পানি ছিল।
কিন্তু খরা আসার আগে ফাল্গুন মাসেই নদীর পানি তলানিতে। উৎস থেকে পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় নদীর গতিপথ বদলে গেছে। আর দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় বর্ষায় দুই কুল উপচে পড়ছে। বলছে পানি উন্নয়ন বোর্ড।নদী অববাহিকার লাখো মানুষের ভাগ্য পরিবর্তনে, পদ্মায় স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার তাগিদ স্থানীয়দের।