27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

শুদ্ধাচার লুডু : নতুন আঙ্গিকে পারিবারিক পুরনো গেম

অহংকার করলে সাপে কাটার শিক্ষা হলো বিনয়ী হোন, সময় অপচয়ে ঘিরে ধরবে হতাশা ও দারিদ্র। মইয়ের মাথায় সমৃদ্ধির জন্যে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আবার প্রাকৃতিক ও স্বাস্থ্যকর খাবারে মিলবে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। সাপলুডুর সাপ ও মইয়ের মাথায় এমন সব মেসেজ নিয়েই যেন ফিরে এসেছে পারিবারিক সেই পুরনো খেলা লুডু। ‘শুদ্ধাচার লুডু’ নামে এ খেলার নতুন এক বোর্ড প্রকাশ করেছে সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন।

শুদ্ধাচার লুডু

লুডুর এক পাশে ঘরলুডু, অন্যপাশে সাপলুডু। সাপলুডুতে ১০০-এর ঘরের পথে সাপে ঘুঁটি খেলে মন খারাপ আবার মই পেলেই আনন্দ! উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ইনডোর গেম এটি। খেলতে খেলতে শিশুদেরকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করাই ছিল এ খেলার উদ্দেশ্য। শুদ্ধাচার লুডু যেন সেই শৈশবই ফিরিয়ে এনেছে। গন্তব্যের শেষপ্রান্তে গিয়ে যখন সাপে কাটে তখন বিপরীত দলের উচ্ছ্বাস আর হার-জিতের মিষ্টি আনন্দ যেন পারিবারিক সেই আবহ ফিরিয়ে আনবে।

আয়োজক সঙ্ঘের উদ্দেশ্য, শুদ্ধাচার লুডুর মধ্যদিয়ে নীতিশিক্ষা ছড়িয়ে পড়–ক ঘরে ঘরে। আলোকিত হোক সকল পরিবার। পাশাপাশি শিশুদের মোবাইল আসক্তি দূর করাসহ পারিবারিক বন্ধন তৈরি, ঘরে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে এ খেলার তুলনা নেই। শুধু ছোটরা নয়, বড়দের শুদ্ধাচারেও সচেতনতা তৈরির সহায়ক হতে পারে নতুন আঙ্গিকের পুরনো এ পারিবারিক গেম। (১৮৯ শব্দ)

পড়ুন:পুতিনের নতুন গেম চেঞ্জার: ভয়ংকর ল্যানসেট-E ড্রোনের আদ্যোপান্ত

দেখুন :এবার হাউস অব ড্রাগন সিরিজ নিয়ে হইচই | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন