24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

৪৩তম বিসিএসে নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ

৪৩তম বিসিএসে ১৮৯৬ জন‌কে নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে নিয়োগের জন্য সুপারিশ করা ১৬৮ জন বাদ পড়েছেন।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আবেদন শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। এ প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসন ক্যাডারে ২৬৭ জন (আগে নিয়োগ পেয়েছিল ২৯৩), পুলিশ ক্যাডারে ৮৮ জন (আগে নিয়োগ পেয়েছিল ৯৬), পররাষ্ট্র ক্যাডারে ২২ জন (আগে নিয়োগ পেয়েছিল ২৫) নিয়োগ পেয়েছেন।

এনএ/

আরও পড়ুন: শুরু হলো ৪৭তম বিসিএসের আবেদন

দেখুন: শারীরিক প্রতিবন্ধি বলে চাকরি না পাওয়া উল্লাস এখন বিসিএস ক্যাডার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন