ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার পণ্যে আরো শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপে বিশ্ব জুড়ে বাণিজ্যযুদ্ধ বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মার্কিন পণ্যে শুল্কারোপের জবাবে এবার ইউরোপের অ্যালকোহলজাত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ হুমকি দেন তিনি।
যুক্তরাষ্ট্রের তৈরি হুইস্কির ওপর ইউরোপীয় ইউনিয়নের ৫০ শতাংশ শুল্ক প্রত্যাহার না করা হলে এই শুল্কারোপ কার্যকর করা হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যার আওতায় ফ্রান্সসহ ইইউভুক্ত অন্যান্য দেশগুলোতে উৎপাদিত অ্যালকোহল, মদ ও শ্যাম্পেইন জাতীয় পণ্য পড়বে।

এর আগে বুধবার, যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয় আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর। জবাবে ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন।
তথ্যানুযায়ী ইউরোপ থেকে প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলারের ওয়াইন রফতানি হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে আমদানি করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যা বুধবার থেকে কার্যকর হয় এবং বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য।
এর পরপরই ট্রাম্প বলেন, ইইউ যদি আগামী মাসে কিছু মার্কিন পণ্যের ওপর পালটা শুল্ক আরোপের পরিকল্পনা এগিয়ে নেয়, তাহলে তাদের পণ্যে তিনি আরো শুল্ক আরোপ করবেন।
তিনি ইউরোপ থেকে আমদানি করা মদে ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তারা আমাদের কাছ থেকে যতটা চার্জ করবে, আমরাও তাদের কাছ থেকে ততটা চার্জ নেব।
এসএম/ এনএ