২০/০৭/২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
27.3 C
Dhaka
২০/০৭/২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ

শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ

বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশেই হত্যার শিকার হয়েছে নানান শ্রেণিপেশার মানুষ। বিএনপি বলছে, এই গণহত্যার পেছনে ছিলেন শেখ হাসিনা ও তার দোসররা। তাদের বিচার চেয়ে, সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে দলটি।

গাইবান্ধায় ছাত্র-জনতা হত্যা করায় শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী। সঞ্চালানা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু।

ফরিদপুর শহরে বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা। অপরদিকে, যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজের নেতৃত্বে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ব‌রিশালে বি‌ক্ষোভ ক‌রে‌ছে বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা। ছাত্রদ‌লের সভাপ‌তি রেজাউল ক‌রিম র‌নি এতে নেতৃত্ব দেন। এদিকে, বগুড়ায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

একই কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

টাঙ্গাইলে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পলিত হয়েছে। বুধবার জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়।

এছাড়া চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, নওগাঁ ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলায় শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন