একের পর এক মামলার মুখে পড়ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসবের মধ্যে হত্যা, অপহরণ ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যার মামলা রয়েছে।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে, শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ রুজু করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএইচ তানিম।
এদিকে, কলেজছাত্র ফয়জুল ইসলাম হত্যার ঘটনায়, শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা এবং অপহরণ ও নির্যাতনের আরও দুটি মামলা হয়।