শেখ হাসিনার সঙ্গে এবার এক হত্যা মামলায় আসামি করা হলো সংসদ সদস্য ও ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে।
গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় এই মামলা দায়ের করেন। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় আরও আসামি করা হয়েছে শেখ রেহানা, ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সৈয়দ সায়েদুল হক সুমন, ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম রয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জের কাচপুরে সফিক মিয়া নামে একজনের নিহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় মামলা হয়েছে।