পর্তুগালে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উদযাপন করেছেন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় মিডমেক্স রেস্টুরেন্টে সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে পর্তুগাল আওয়ামী লীগ। সে সময় উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হুসাইন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম আহমেদ।
এতে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সেক্রেটারী আহমদ লিটন, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন কান্চন, চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা ধবির আহমদ,শামিম আহমদ,শাহেদ আহমদ,রাসেল আহমদ,আলী হোসেন,শামিম আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।