২০/০৬/২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ

শেখ হাসিনা ও টিউলিপকে ফেরাতে কাজ করছে দুদক

বিভিন্ন দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাজ করছে।

বুধবার (১৪ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। এ নিয়ে কাজ করছে দুদক।

এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে জানিয়ে তিনি বলেন, টিউলিপকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেন। পরে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক।

পড়ুন : জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন