22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

শেয়ারবাজার: লোকসানে আবদ্ধ বিনিয়োগকারীরা

দেশের শেয়ারবাজারে আজ সূচক বেড়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। গেল কয়েকদিন ধরেই একই আচরণ করছে দেশের শেয়ারবাজার।

দিনশেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও বেশিরভাগ শেয়ার দরে রয়েছে নেতিবাচক প্রভাব। যার ফলে দীর্ঘদিন ধরে লোকসানের বোঝা টানা বিনিয়োগকারীরা পড়েছেন বেকায়দায়। হাতে থাকা শেয়ার লোকসানে বিক্রিও করতে পারছেন না।

আবার লোকসান সমন্বয়ের চিন্তা করলেও আস্থা না থাকায় নতুন বিনিয়োগ কেউ করছেন না। এছাড়া নতুন কেউ এই বাজারে বিনিয়োগে আসবে সেই পরিবেশও তৈরি করা হচ্ছে না। তারওপর তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের কোম্পানিসহ অন্যান্য আওয়ামীপন্থী কোম্পানিগুলোকে ঘিরে কখন কি সিদ্ধান্ত চলে আসে সেই আতঙ্কে সাইডলাইনে রয়েছেন বেশিরভাগ বিনিয়োগকারী।

জানা যায়, আজ ১৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ৪১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৩৫.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৮১ লাখ ৮৩ হাজার ২১৫টি শেয়ার ১ লাখ ৭৭ হাজার ৮৬৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৯৪ কোটি ৭৭ লাখ ৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৬৯৪.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৫.৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৭৬.৯৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩টির, কমে ২২৪টির এবং অপরিবর্তিত রয় ৫৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ২৮.৫৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ১৩৪টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৫৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫৩ কোটি ৬৫ লাখ ৭৩ হাজার টাকা।

সে হিসেবে লেনদেন বেড়েছে ৪১ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৬ শতাংশ বা ৭৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ১৯১.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ১ লাখ ৬১ হাজার ৫৩ টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন