০৮/০৭/২০২৫, ১৯:৪৬ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১৯:৪৬ অপরাহ্ণ

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সহ-সভাপতি মুক্তা কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর জেলার সহ-সভাপতি শাহিনুর ইসলাম মুক্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে শেরপুরের আদালত। ১৫ জুন রবিবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার (১৪ জুন) রাত অনুমানিক ৯টার দিকে তাকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের (ডুবার বাজার) থেকে আটক করে শেরপুর সদর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহিনুর ইসলাম মুক্তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর হামলায় সক্রিয় ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সে ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়েদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পড়ুন : ৩১ দফা বাস্তবায়ন ও পদবঞ্চিতদের কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে শেরপুরে বিএনপির মিছিল

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন