০৭/১১/২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেরপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

শেরপুরে বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোটঝাউয়ের চর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুরা হচ্ছে ওই গ্রামের রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে শিলা ও নীলা (১২)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মোখলেছ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে জমজ দুই বোন শিলা ও নীলাসহ চার শিশু বাড়ি পাশে ডোবাতে জমে থাকা পানিতে গোসল করতে যায়। এসময় হঠাৎ শিলা ও নীলা পানিতে ডুবে যায়। পরে অপর দুই শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে শিলা ও নীলাকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করেন।

লছমনপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোখলেছ আলী জানান, ওই দুই কন্যা শিশুর পিতা আব্দুস সালাম ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আজ দুপুরে পানিতে ডুবে তার দুই কন্যা মারা গেছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, পানিতে ডুবে দুজনের মৃত্যুর খবর এখনও পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ বিভ্রাটে মোমবাতির আলোয় চলছে ব্যবসা প্রতিষ্ঠান

দেখুন: শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন