০৮/০৭/২০২৫, ১৯:৫৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১৯:৫৯ অপরাহ্ণ

শেরপুরে বাস চাপায় মৃত্যুর ঘটনায় বাস পুড়িয়ে দিলো জনতা

শেরপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে দীর্ঘ ১ কিলোমিটার যানযটের সৃষ্টি হয় শেরপুর ঢাকা মহাসড়কে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ।

রবিবার দুপুর ১২টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া বাঁশতলা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মজনু মিয়া একই গ্রামের মো. ছফর উদ্দিনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।


স্থানীয়রা জানান, মজনু মিয়া মোটরসাইকেল যোগে শেরপুর শহর থেকে বিদ্যুৎ বিল দিয়ে নিজ বাড়ি ভাতশালার হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। নিজ গ্রাম হাওড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শাম্মী ডিলাক্স নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজনু মিয়া মারা যায়। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক শাম্মী ডিলাক্স বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে কিছু সময়ের জন্য শেরপুর ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচল করছে। আবেদনের ভিত্তিতে নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : শেরপুরে বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেওয়ায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন