১৪/০৬/২০২৫, ১৪:৩৩ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৩৩ অপরাহ্ণ

শেরপুরে বিড়ি কারখানাকে জরিমানা

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে বিড়ি উৎপাদন করার অপরাধে রুমি বিড়ি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার কাওয়াকুড়ি এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরীতে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর সূত্রে জানা যায়, রুমি বিড়ি ফ্যাক্টরি পরিবেশগত ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন যাবত বিড়ি উৎপাদন করে আসছিলো। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে পরিশোধ করা হয়।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম বলেন, ভোক্তার অধিকার রক্ষায় আমরা এই অভিযান পরিচালনা করেছি। নিয়ম না মানায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: শেরপুরে হত্যাকাণ্ডের পরপরই লুটপাটের সংস্কৃতি বেড়েছে

দেখুন: শেরপুরে একরাতে অর্ধশতাধিক বিয়ে!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন