১৯/০৭/২০২৫, ১:৪৩ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৪৩ পূর্বাহ্ণ

শেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে শনিবার (৩১ মে) শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা হয়েছে। সকালে কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, চেম্বার পরিচালক তৌহিদুর হমান পাপ্পু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনিবুল ইসলাম, এনজিও প্রতিনিধি খন্দকার সালাহউদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, শিক্ষার্থী আতিকা আঞ্জুম বুশরা প্রমুখ।

পরে এ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩ শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করা হয়।

পড়ুন: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ বিভ্রাটে মোমবাতির আলোয় চলছে ব্যবসা প্রতিষ্ঠান

দেখুন: শেরপুরে চায়না জালের ছড়াছড়ি, বিপন্ন দেশি মাছ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন