নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীর বাতকুচি পাহাড়ি অঞ্চলে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। ধানক্ষেত রক্ষা করতে অবৈধভাবে স্থাপনকৃত জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
এই ঘটনায় বন বিভাগ ভ্যান গাড়িতে জেনারেটর বহন করে পালিয়ে যাওয়ার সময় ভ্যান চালক ও একটি জেনারেটর আটক করেছে। মৃত মাদী হাতিটির বয়স আনুমানিক ৪০/৫০ বছর হবে।
স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাতকুচি এলাকায় পাহাড় থেকে নেমে আসা একটি হাতির দল ধান ক্ষেতে তান্ডব শুরু করে। আগে থেকেই সেখানে লাগিয়ে রাখা জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে এসে একটি জেনারেটর উদ্ধার করে ভ্যানচালক শহিদুল ইসলামকে আটক করে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে।
শেরপুরের সহকারী বন সংরক্ষণ মো. সাদেকুল ইসলাম খান বলেন, বন্যহাতি যেন মারা না যায় এ জন্য আমাদের জনসচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। আমাদের শেরপুর জেলায় ৩৪টি এআরটি টিম আছে। আমরা এআরটি টিমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। এ ঘটনার সঙ্গে ১০ থেকে ১২ জন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।
টিএ/