শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী শিক্ষার্থী ধর্ষণকারীর শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শরিয়তপুরেও এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরান। গত ২৮ মে এই আদিবাসী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এদিকে শরীয়তপুরের ডামুড্যায় এক কিশোরীকে ধর্ষণ করা হযেছে। কথিত প্রেমিক ও তার সঙ্গীরা তাকে ধর্ষণ করে বলে জানিয়েছে পুলিশ।