১৪/০৬/২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি বাবু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসেম আহমেদ সিদ্দিকী বাবু। বাবু এর আগে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ করার পর কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত নেয়। ১৭ মে শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় সংসদ।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা রাখার স্বার্থে শেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত ক্রমে এই অনুমোদন দেওয়া হলো।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হাসান আনন্দকে সভাপতি, মো. হাশেম আহম্মেদ সিদ্দিকীকে সিনিয়র সহ-সভাপতি, মো. জাহিদ হাসান টিটুকে সহ-সভাপতি, মো. নাঈম হাসান উজ্জলকে সাধারণ সম্পাদক, মির্জা ইমরুল কায়েস রিয়াদকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. সাকিবুল হাসান তারা ও মো. মনির হোসেন শান্তকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মো. জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এ ব্যাপারে নয়া ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসেম আহমেদ সিদ্দিকী বলেন, যেদিন থেকে রাজনীতি বুঝি সেদিন থেকেই ছাত্রদলের সাথে লেগে আছি। স্বৈরাচারী সরকারের আমলে জেল জুলুমের শিকার হয়েছি কিন্তু কোথাও আপোষ করিনি। আমার সংগঠনের প্রতি ত্যাগের বিনিময়ে দল আমাকে দায়িত্ব দিয়েছে। আমি আমার জীবনের বিনিময়ে হলেও সংগঠনের জন্য কাজ করবো। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পড়ুন: আনারস চাষে সম্ভাবনাময় স্থান হয়ে উঠছে শেরপুরের গারো পাহাড়

দেখুন: শেরপুরে চায়না জালের ছড়াছড়ি, বিপন্ন দেশি মাছ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন