মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। জনপদে নেমে এসেছে স্থবিরতা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশা থাকছে দিনভর। দেখা নেই সূর্যের। আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড শ্রীমঙ্গলে, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে, তাপমাত্রার পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। হাওর পরিবেষ্ঠিত এ এলাকায়, কয়েক গুণ বেড়েছে শীতের তীব্রতা। সূর্য উকি দিলেও নেই উত্তাপ । বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

কয়েক দিনের ব্যবধানে, শ্রীমঙ্গলে জেকে বসেছে শীত। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে পুরো শহর। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকয়েকদিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ তাপমাত্রা কমে ৯.৪ ডিগ্রিতে পৌঁছেছে। পৌষ মাসের শুরুতেই কনকনে ঠান্ডা ও কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক।
বিপাকে দিনমজুর, চা ও পাথর শ্রমিকরা। জেলার ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভোগছেন শিশু ও বৃদ্ধরা।
উত্তরের জেলা দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। এ অঞ্চলের মানুষ ঠান্ডা কে উপেক্ষা করে কাজ করছে মাঠে ।
টিএ/