১৫/১১/২০২৫, ২০:৪৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে মারলো এলাকাবাসী

ঝিনাইদহের শৈলকুপায় ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘের শাবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাতগাছি গ্রামের রশিদ মোল্লা, আনোয়ার ও বল্টু হোসেন জানান, দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। সেসময় বাঘটি পালিয়ে যাওয়ার সময় সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকদের সামনে পড়ে। কৃষকদের উপস্থিতি দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮/১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।

স্থানীয় সংবাদকর্মী জাফরুল ইসলাম শিমুল বলেন, বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাঘটিকে মেরে ফেলা হয়েছে। বাঘটিকে মেরে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে বলে দাবি করেন তিনি।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, এমন ঘটনা আপনার কাছেই শুনছি। আমি সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সচেতন মহল দাবি করছেন, সাতগাছি গ্রামে এর আগেও বাচ্ছাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। তাদের ধারণা, গ্রামটিতে আরো মেছোবাঘ রয়েছে।

এ বিষয়ে প্রাণ-পরিবেশ-প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন, শুধু এবারেই মেছোবাঘ নয় উন্মত্ত মবের হাতে ধারাবাহিকভাবে গন্ধগোকূল, কুমির, শুশুক, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে কোনো ধরণের প্রশাসনিক পদক্ষেপ নেই। এই ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালাল চক্রসহ ঢাকা দক্ষিণ মহানগর আ.লীগ নেতা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন