১৫/০৬/২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:১১ পূর্বাহ্ণ

শৈলকুপায় আবারো দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ২০

ঝিনাইদহের শৈলকুপায় আবারো দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপায় পুলিশ ও স্থানীয়রা জানায়,

বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে রইচ উদ্দিন সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় এতে অন্তত ১০ জন আহত হয়।
এরই জের ধরে শুক্রবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকূপা থানা ওসি মাছুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । এখনও কোন মামলা হয়নি এ ঘটনায় । কাউকে আটক করা যায়নি । তবে পুলিশ তৎপর রয়েছে ।

পড়ুন: নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

দেখুন: পটুয়াখালীতে বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত শতাধিক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন