টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ বি’র ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়েছে নামিবিয়া। ওমানের দেয়া ১১০ রানের টার্গেটে খেলতে নেমে ১ রান আগেই শেষ হয় নামিবিয়ার ইনিংস। খেলা সুপার ওভারে গড়ালে নামিবিয়ার দেয়া ২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ রান তুলতে সক্ষম হয় ওমান।
নাটকীয়তা আর রোমাঞ্চে ভরপুর এক ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব।আসরের দ্বিতীয় দিনেই সুপার ওভারে গড়ালো নামিবিয়া-ওমান ম্যাচ।সুপার ওভারে ওমানকে হারিয়ে আসরে দারুন শুরু পেলো নামিবিয়া।
টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান দুই ব্যাটার।শূন্য রানে ২ উইকেট হারানো ওমান তাদের তৃতীয় উইকেট হারায় দলীয় ১০ রানে। সবকটি উইকেট তুলে নেন পেসার ট্রাম্পেলমান।
নামিবিয়া বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন খালিদ আর দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে জিসান মাকসুদের ব্যাটে। শেষমেশ মরুভুমির দেশটি গুটিয়ে যায় মাত্র ১০৯ রানেই।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নামিবিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরে যান ওপেনার মাইকেল ভান লিংগেন। ২৪ রান করে ফিরে যান আরেক ওপেনার নিকোলাস ডাভিন। ক্যাপ্টেন ইরাসমাসের ব্যাটে আসে ১৩ রান। ৪৫ রান করে ফ্রাইলিংক ফিরে গেলে ৫ বলে ৫ রানের সমীকরন মেলাতে পারেনি নামিবিয়া।