গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, নতুন বাংলাদেশে যদি শ্রমিকদের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে নতুন বাংলাদেশ গড়া যাবে না। এই গণ-অভ্যুত্থান শ্রমিকের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে।
শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিচার, সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শ্রমিকদের অধিকারের প্রতি সরকারকে অধিক নজর দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শ্রম সংস্থার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের দরকার উল্লেখ করে গণসংহতি আন্দোলনের
সমন্বয়কারী বলেন, ‘বর্তমানে ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নেই। ৫ আগস্ট ফ্যাসিস্টের পতন হলেও বর্তমানে ক্ষমতা একজনের হাতে।’
বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জোনায়েদ সাকি।
পড়ুন: পানির ন্যায্য হিস্যা আদায়ে রাজপথে গণসংহতি আন্দোলন
দেখুন: বিএনপিও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে- জোনায়েদ সাকি
এস