১৯/০৭/২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ

শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, কাকরাইল মোড়ে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকরা। তবে যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়ে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টা নাগাদ মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হন আন্দোলনকারীরা। এসময় ১৮ মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ড গ্রুপের ৫টি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধের দাবি জানান তারা।

‘প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি’ শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

জানা গেছে, বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশে এগিয়ে আসেন আন্দোলনকারী শ্রমিকরা। কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড় অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পড়ুন : সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে : শ্রম উপদেষ্টা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন