39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

শ্রমিকের বেতনের টাকা আটকানোর কারণে প্রিমিয়ার ব্যাংককে শ্রম উপদেষ্টার হুঁশিয়ারি

একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকের বেতন দেওয়ার সুবিধার্থে প্রণোদনার টাকা ছাড়করণের পর প্রিমিয়ার ব্যাংক ‘লোন অ্যাডজাস্টমেন্টের’ নামে সেই টাকা ধরে রাখায় তাদের হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, এটা শ্রমিকের টাকা।

যদি না দেন, তাহলে আপনিও আছেন, আমিও আছি, যদি বেঁচে থাকি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধের বিষয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ঈদের আগে টিএনজেড গ্রুপের অ্যাপারেল ইকো নামে একটি কারখানার শ্রমিকের বেতন দেওয়ার স্বার্থে বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা ছাড়করণের ব্যবস্থা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু একটি রুগ্ন পোশাক কারখানার শ্রমিকের বেতন দেওয়ার সুবিধার্থে প্রণোদনার টাকা ছাড়করণের পর সংশ্লিষ্ট ব্যাংক ‘লোন অ্যাডজাস্টমেন্টের’ নামে সেই টাকা ধরে রেখেছে।

তিনি বলেন, প্রিমিয়ার ব্যাংকের এমডিকে বলছি, আপনি টাকাটা রিলিজ করুন। বাংলাদেশ ব্যাংক থেকে প্রণোদনার টাকা দেওয়া হয়েছে। ওনাদের লোন অ্যাডজাস্ট করার কোনো প্রভিশন নেই। এতদিন লোন দিয়েছেন, তখন মনে ছিল না। এখন এটা শ্রমিকের টাকা। যদি না দেন, তাহলে আপনিও আছেন, আমিও আছি, যদি বেঁচে থাকি।

উপদেষ্টা বলেন, ব্যাংক, ব্রাঞ্চ ও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এখনই দেখবো কী অ্যাকশন নেওয়া যায়। প্রিমিয়ার ব্যাংক যদি টাকা না দেয় তাহলে ধরে নেব তারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, সরকারের বিরুদ্ধে কাজ করছে।

পড়ুন : অন্তর্বর্তী সরকারও বেক্সিমকোকে ৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে !

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন