১৫/০৬/২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ
28.8 C
Dhaka
১৫/০৬/২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে নেত্রকোনায় মে দিবস পালিত

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মস্থলে নিরাপদ পরিবেশ এবং মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দীপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকোনায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া মাঠ থেকে মহান মে দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার প্রারম্ভে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শোভাযাত্রাটি জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্ব অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম-আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নুসরাত বিনতে ছালাম, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহকারি পরিচালক ইসরাত জাহান, নাগরিক ঐক্যের সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন এর সভাপতি মো. নুরুল ইসলাম হাকিম, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা খান খোকন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সজীব সরকার রতন, জাতীয় নাগরিক কমিটির সোহরাব উদ্দিন আকন্দ, জেলা মোটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কামাল উদ্দিন, নেত্রকোনা জেলা টাইলস এন্ড মোজাইক কল্যাণ সংগঠন এর সাধারণ সম্পাদক মো. হক মিয়া, সিএনজি চালকের দপ্তর সম্পাদক আলম উল্লাহ, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী মো. নিক্সন, দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, জেলা কাঠশিল্প শ্রমজীবী ইউনিয়নের সভাপতি সুশীল চন্দ্র সূত্রধর ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ।

পড়ুন: কালীগঞ্জ শ্রমিক দলের মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা

দেখুন: মে দিবস কী জানেনা শ্রমিক, মানে না মালিক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন