17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

শ্রীলংকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী দলের

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী এ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ দল। আগে ব্যাটিং করতে নেমে লঙ্কান মেয়েরা ১১৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

বাংলাদেশ ‘এ’ দল হলেও খেলছে মূলত জাতীয় দল। অন্যদিকে, লঙ্কান দলটা তারুণ্য নির্ভর। এমন অবস্থায় বাংলাদেশের এই জয় বরং প্রত্যাশিতই।

আজ বৃহস্পতিবার পি সারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা ও নেথমি পূর্ণা মিলে দারুণ জুটি বাঁধেন। ওপেনিংয়ে করা ৭২ রানের জুটির ওপর দাঁড়িয়ে বড় সংগ্রহের আশা করছিল স্বাগতিকরা। কিন্তু ফাহিমের ঘূর্ণি জাদুতে দুই ওপেনার বিদায় নিতেই ছন্দপতন ঘটে তাদের। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে দলটির ইনিংস। মিডল অর্ডার কিংবা লেট অর্ডারের কেউই অবদান রাখতে পারেননি। নুথ্যাঙ্গার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান। ২৭ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার পূর্ণা। বাকি ব্যাটারদের মধ্যে কেবল নীলক্ষণ সন্দামিনী (১৪) দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা ১২ রানে নেন তিনটি উইকেট। এছাড়া জাহানারা আলম, সুলতানা খাতুন, রাবেয়া খান ও রিতু মনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

১১৪ রানের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতে ৪০ রান করে। ২২ বলে ২০ রান করে আউট হন সাথী রানি। দ্বিতীয় উইকেটে শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি জুটি বাঁধেন। দুই ব্যাটারের ৫৬ রানের জুটিতেই জয়ের পথটা তৈরি হয়ে যায়। শামীমা সর্বোচ্চ ৪৮ রান করে আউট হন। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান উইকেটকিপার এই ব্যাটার। এরপর সোবহানা ৩১ বলে ২৮ রান করে আউট হলেও মোর্শেদা খাতুন (১১) ও তাজ নাহার (১) জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন। 

লঙ্কান বোলারদের মধ্যে মালশা শেহানী দুটি এবং থারুকা শেহানী একটি উইকেট নেন। ৫ ম্যাচ সিরিজের পরের ম্যাচটি শুক্রবার। বাকি তিনটি ম্যাচ ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন