১০/১১/২০২৫, ২২:৪৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ

বিজ্ঞাপন

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে তাদের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন রাত সাড়ে ৮টায় মাঠে নামছে লিটন দাসের দল। ভেন্যুও (আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম) অপরিবর্তিতই থাকছে। এই ম্যাচেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। ফলে আত্মবিশ্বাস আছে। জয়ের লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা চলে আসেন। সবসময় আমাদের সাপোর্ট করে আসছেন তারা। সবাই অনেক ইমোশনাল। আশা করি এবারও তারা আমাদেরকে সাপোর্ট করবে।’

এশিয়া কাপের আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ওয়ানডেতে হারলেও, টেস্টে ড্র এবং জিতেছে টি-টোয়েন্টিতে। ফলে সেই আত্মবিশ্বাস শোনা গেল তানজিম সাকিবের কণ্ঠে, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। দলে ভালো কিছু প্লেয়ার রয়েছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’

আগের ম্যাচেও বোলিংয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই তরুণ পেসার। আবুধাবির পিচে উপভোগ করার কথা জানিয়ে সাকিব বলেন, ‘দারুণ পিচ, আমি এখানে বোলিং করা উপভোগ করেছি। ইতিবাচক ব্যাপার। এখানে বোলিং উপভোগ করেছি আশা করি সামনেও করব।’ এ ছাড়া নিজের পছন্দের বোলার ডেল স্টেইনকে নিয়ে তিনি জানান, ‘ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখি। অ্যাগ্রেশন ব্যাপারটা ন্যাচারাল, এটা অটোমেটিক চলে আসে। ফিজ ভাইয়ের যেমন আসে না। উনি এমন না। এটা ন্যাচারাল।’

বাংলাদেশ দলে বাড়তি স্পিন অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। যদিও আগের ম্যাচে তাকে ব্যবহার করেননি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। প্রয়োজন হলেই তাকে আক্রমণে আনার কথা বললেন সাকিব, ‘৩ সিমার, ২ স্পিনার সবাই ভালো করেছে। (হংকং ম্যাচে) শামীম পাটোয়ারীকে হয়তো আনার প্রয়োজন মনে করেনি ক্যাপ্টেন। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগিয়েছি। যখন লাগবে তখন (৬ষ্ঠ বোলার) কাজে লাগানো হবে।’

পড়ুন : ৭ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন