পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ‘উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার’ পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ জুনের মধ্যে নির্ধারিত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে।
সম্প্রতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে পরিচালিত স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেনের সই করা একটি অফিস আদেশে জানানো হয়েছে, ব্যাংক হিসাব খোলার পূর্বনির্ধারিত সময়সীমা ২ জুন। তবে শিক্ষার্থীদের অনুরোধ এবং বাস্তবিক পরিস্থিতি বিবেচনায় সেই সময়সীমা বাড়িয়ে ১৮ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাভুক্ত এবং মাউশি বাস্তবায়নাধীন পিবিজিএসআই স্কিমের অধীনে চলতি অর্থবছরের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা গত ১৫ মে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পাশাপাশি তালিকাটি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পাঠানো হয়েছে।
এদের মধ্যে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায়, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতিক্রমে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ১৮ জুনের মধ্যে ব্যাংক হিসাব খুলতে ব্যর্থ হবে, তারা এই পুরস্কারের অর্থ পাওয়ার জন্য আর দাবি করতে পারবে না। অর্থাৎ এই সময়সীমাই চূড়ান্ত।
এ কারণে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে, তালিকাভুক্ত শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে তাদেরকে বিষয়টি জানাতে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
স্কিম পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেন বলেন, আমরা চাইছি কোনো শিক্ষার্থী যেন পুরস্কার থেকে বঞ্চিত না হয়। যারা এখনো অ্যাকাউন্ট খোলেনি, দ্রুত যেন প্রক্রিয়াটি সম্পন্ন করে।
জানা গেছে, পুরস্কারের অর্থ দেওয়ার জন্য সরকারি অংশীদার ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি নির্ধারিত হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ উপজেলার কাছের অগ্রণী ব্যাংক শাখায় প্রয়োজনীয় কাগজপত্রসহ (জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ, ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশপত্র ইত্যাদি) একাউন্ট খোলার কার্যক্রম সম্পন্ন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
পড়ুন: ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা তরীর অস্বাভাবিক মৃত্যু
এস